দলের শুভাকাঙ্খী ও নতুন নাট্যদর্শক তৈরির লক্ষ্যে অনুস্বর প্রতিষ্ঠালগ্ন থেকে ‘সুহৃদ সদস্য’ শিরোনামে সদস্য সংগ্রহ কার্যক্রম শুরু করে। বাৎসরিক একটি আর্থিক অনুদান সাপেক্ষে প্রতিবছর দলে সুহৃদ সদস্য অন্তর্ভুক্ত করা হয়। চাইলে আপনিও হতে পারেন অনুস্বরের সুহৃদ সদস্য।

সুহৃদ সদস্য হিসাবে আপনি যে সুবিধা পাবেন

  • সুহৃদ সদস্যকে একটি পরিচিতিমূলক কার্ড দেয়া হবে।
  • এক বছরে অনুস্বরের প্রতিটি প্রদর্শনীর টিকিট আপনার জন্য সংরক্ষিত থাকবে।
  • সুহৃদ সদস্য কার্ড দেখিয়ে আপনি ও আপনার পরিবার (স্বামী/স্ত্রী ও সন্তান) ফ্রি টিকিট সংগ্রহ করতে পারবেন।
  • আপনার সাথে আসা আত্মীয়/বন্ধুদের জন্য ৫০% ডিসকাউন্টে টিকিট সংগ্রহ করতে পারবেন।
  • আপনার মনোনীত যে-কেউ এই কার্ড দেখিয়ে একটি ফ্রি টিকেট সংগ্রহ করতে পারবে।
  • এসএমএস বা টেলিফোনে আপনাকে অনুস্বরের প্রতিটি প্রদর্শনীর তথ্য জানানো হবে।
  • সুহৃদ সদস্যের মেয়াদ ১ (এক) বছর (জানুয়ারি-ডিসেম্বর)। মেয়াদ শেষে আপনি পুনরায় সদস্যপদ নবায়ন করাতে পারবেন।
  • তবে দলের সাংগঠনিক বা নিয়মিত কোনো কার্যক্রমে সুহৃদ সদস্যর অংশগ্রহনের সুযোগ নেই।

প্রয়োজনে
+88 01730 53 33 33, +88 01747 678729

সুহৃদ সদস্য ২০২৩ ফরম