Anuswar felicitates Mohammad Bari

৩ এপ্রিল ২০২১ এই নাট্যব্যক্তিত্ব পূর্ণ করেন জীবনের ৬০ বছর। এ উপলক্ষে সেদিন সন্ধ্যায় শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে বসেছিল আনন্দ আয়োজন। অনুস্বর আয়োজিত এই অনুষ্ঠানের শিরোনাম ‘মোহাম্মদ বারীর ষাটকাহন’। গানের সুরে, কবিতার ছন্দে এবং শুভাকাঙ্খীদের কথনে সজ্জিত ছিল এ অনুষ্ঠান। অনুষ্ঠানে মোহাম্মদ বারী রচিত ‘তিন গল্পের নাট্যায়ন’ শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়। ‘আমার চোখে বন্ধু’ শিরোনামের আলোচনার মোহাম্মদ বারীকে নিয়ে কথা বলেন তার বাল্যবন্ধু বিশিষ্ট রাজনীতিক রাজেকুজ্জামান রতন। এছাড়াও নাট্যাঙ্গনে তার কর্মময় জীবনের কথা মেলে ধরেন নাট্যজন মামুনুর রশীদ, আতাউর রহমান, কবি, আলফ্রেড খোকন, অভিনেতা ও নির্দেশক অনন্ত হিরা, সাংবাদিক রেজানুর রহমান এবং দুই প্রকাশক প্রকাশক জসিম উদ্দিন ও নিশাত জাহান রানা।

More Image

Artist Shahinur Rahman in Fifty Springs

৮ নভেম্বর ২০১৯ বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে চারুশিল্পী শাহীনুর রহমানের ৫০তম জন্মবার্ষিকী উপলক্ষে ‘পঞ্চাশ বসন্তে শিল্পী শাহীনুর রহমান’ শিরোনামে দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন জন্মবার্ষিকী উদযাপন পর্ষদের আহ্বায়ক ও অনুস্বর নাট্যদলের প্রধান মোহাম্মদ বারী, সদস্য সচিব নাট্যজন তারেকুল ইসলাম, নাট্যনির্দেশক ফয়েজ জহির, অনন্ত হিরা, থিয়েটারওয়ালা সম্পাদক হাসান শাহরিয়ার, লেখক-সাংবাদিক রাজীব নূর, বাতিঘরের প্রকাশক দীপংকর দাশ, নির্মাতা শ্রাবণী ফেরদৌস, অভিনেতা প্রশান্ত হালদার, চিত্রশিল্পী সাবিরা শাহীনুর পল্লবী, গবেষক-সাংবাদিক তরুণ সরকার প্রমুখ। 

একাধারে চারুশিল্পী, স্থাপত্যশিল্পী, নাট্যকর্মী, কবি, প্রকাশক ও লেখক শাহীন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগ থেকে পেইন্টিং ও ছাপচিত্র বিষয়ে সম্মানসহ স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

বাংলাদেশের চারুকলা বিষয়ে প্রাতিষ্ঠানিক পাঠে স্নাতক পর্যায়ে প্রথম ফার্স্টক্লাস তার। ১৯৯৫ সালে চট্টগ্রাম শিল্পকলা একাডেমিতে তিনি প্রথম প্রদর্শনী করেন। অংশ নিয়েছেন জাতীয় ও আন্তর্জাতিক নানা প্রদর্শনীতে। ১৯তম জাতীয় চারুকলা প্রদর্শনী ২০০৮-এ তার স্থাপনাশিল্প ‘জিরো দ্য প্রাইমারি ইউনিট’ বেস্ট মিডিয়া পুরস্কার পায়।

বাংলা একাডেমির অমর একুশে গ্রন্থমেলা ২০১৭ ও ২০১৯-এ শাহীনুর রহমানের ‘বাতিঘর স্টল স্থাপনা’ সেরা শিল্পীত স্থাপনার স্বীকৃতি পায়। চট্টগ্রাম, ঢাকা ও সিলেটের জনপ্রিয় বইয়ের দোকান বাতিঘরের ডিজাইনার শাহীনুর রহমান। তিনি শতাধিক গ্রন্থের প্রচ্ছদ করেছেন। বেশ কিছু লিটল-ম্যাগ দলের সঙ্গে যুক্ত থেকেছেন স্বতঃস্ফূর্ত প্রণোদনায়। ঢাকার মঞ্চের উল্লেখযোগ্য কয়েকটি নাটকের সৃজনশীল সেট-রূপকার তিনি।

উৎসবে শাহীনুর রহমানের বাছাইকৃত কিছু চিত্রকলা, ডিজাইন করা নাটকের সেট ও পোস্টার প্রদর্শনী হয়। প্রদর্শীত হয় তাকে নিয়ে নির্মিত ডক্যুমেন্টরি। সঙ্গে ছিল তার প্রথম বই ‘দ্বৈতাদ্বৈত’-এর মোড়ক উন্মোচন এবং তার জীবন ও কর্ম নিয়ে শিল্পীর সঙ্গে আড্ডা। সন্ধ্যা সাতটায় মঞ্চস্থ হয় অনুস্বরের নাটক ‘অনুদ্ধারণীয়’। নাটকটির মঞ্চ ও ভিজ্যুয়াল ডিজাইন করেছেন শাহীনুর রহমান। আয়োজনের সহযোগী হিসেবে ছিল অনুস্বর।

More Image