ইন্ডিয়ায় অনুস্বরের স্টুডিও নাটক ‘জাদুকর’র প্রদর্শনী

মঞ্চে নাটক দেখুন...

ইন্ডিয়ার ত্রিপুরা রাজ্যের কৈলাসহরে মঞ্চস্থ হতে যাচ্ছে সৈয়দ শামসুল হক’র ‘খেলারাম খেলে যা’ আশ্রিত নাটক ‘জাদুকর’। ত্রিপুরার নির্ঘোষ নিক্কন নাট্য সংস্থার ২৫ বৎসর পূর্তি উপলক্ষ্যে আন্তর্জাতিক নাট্য মিলন উৎসবের ৩য় দিন ঊনকোটি কলাক্ষেত্রে নাটকটি মঞ্চস্থ হচ্ছে।

সৈয়দ শামসুল হক’র ‘খেলারাম খেলে যা’ আশ্রিত
‘জাদুকর’
নাটক ও নির্দেশনা :: সাইফ সুমন

বাকপটু একা একজন মানুষ—যে আঁকড়ে ধরতে চায় না কোনোকিছুই, চায় না তার জীবনের প্রসারণ। বরং সে প্রচলের বাইরে যুক্তিগ্রাহ্য করে তুলতে চায় জীবন ও জীবন বিস্তারের নতুন এক ব্যাখ্যা— সে'ই আমাদের 'জাদুকর'। জাদুকর জীবন-যৌবনের অনিবার্য ঘেরাটোপ থেকে বেরিয়ে প্রেম-যৌনতার এক ভিন্নতর বয়ান। জীবনবোধ বা জীবনদর্শনের এক অমোঘ দ্বান্দ্বিকতায় এই জাদুকর হয়ে ওঠে যেন এক 'বিস্ময়'। তখন অজান্তেই আমাদের নিজস্ব আয়নায় দাঁড় করিয়ে দেবার গল্প হয়ে ওঠে 'জাদুকর'।

'জাদুকর' সম্পর্কে জানতে ক্লিক করুন

আলোকচিত্রে 'জাদুকর' দেখতে ক্লিক করুন

Write a Comment

Your email address will not be published. Required fields are marked *