৩ দিন ব্যাপি অনুস্বর’র তৃতীয় বর্ষপূর্তি আয়োজন

২৫ জুলাই ২০১৯। কালের অভিযাত্রায় সময়ের প্রয়োজনে জন্ম নেয় নাট্যদল ‘অনুস্বর’। ২৫ জন অভিযাত্রীক সম্মিলিক কণ্ঠে ঘোষণা করে- ‘মানুষের মুক্তি, অসাম্প্রদায়িক মানবিক সমাজ আর সুন্দরের আরাধনা আমাদের স্বপ্ন। এ স্বপ্ন প্রকৃত অর্থে মানুষেরই। আমাদের নাট্য অভিযাত্রায় মানুষই মুখ্য।’ আগামী ২৫ জুলাই ২০২২ ‘অনুস্বর’র ৩য় বর্ষপূর্তি। এই উপলক্ষে রয়েছে অনুস্বর’র ৩ দিন ব্যাপি আয়োজন। এই আয়োজনে সকলের আমন্ত্রণ...
৩য় বর্ষপূর্তি আয়োজন
২৫ জুলাই ২০২২, সোমবার
সৈয়দ শামসুল হক’র ‘খেলারাম খেলে যা’ আশ্রিত অনুস্বর’র নতুন নাটক ‘জাদুকর’র উদ্বোধনী প্রদর্শনী
২৬ জুলাই ২০২২, মঙ্গলবার
‘জাদুকর’র দ্বিতীয় প্রদর্শনী
স্থান :: অনুস্বর স্টুডিও
৬৭/৪ পাইওনিয়র রোড, কাকরাইল, ঢাকা (ভূতত্ত্ব ভবন সংলগ্ন গলি, কালার্রস এফএম এর ৩য় তলায়)
সময় ::প্রতিদিন সন্ধ্যা ৭:১৫টা
২৯ জুলাই ২০২২ শুক্রবার
অনুস্বর সংলাপ :: মুখোমুখি সৈয়দ জামিল আহমেদ(সবার জন্য উন্মুক্ত)
স্থান :: স্টুডিও হল, জাতীয় নাট্যশালা, সেগুনবাগিচা
সময় :: বিকেল ৫.০০ মি.
** আগামীতে প্রতিবছর প্রতিষ্ঠাবার্ষিকীতে ‘অনুস্বর সংলাপ’ অনুষ্ঠিত হবে

Write a Comment

Your email address will not be published. Required fields are marked *