২৫ ফেব্রুয়ারি, শুক্রবার অনুস্বর’র নাটক ‘মূল্য অমূল্য’

আগামী ২৫ ফেব্রুয়ারি ২০২২, শুক্রবার বছরের বাংলাদেশ মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে উপভোগ করুন অনুস্বরের ৩য় প্রযোজনা ‘মূল্য অমূল্য’র ১০ম প্রদর্শনী। আর্থার মিলার’র ‘দ্য প্রাইস’র ভাবানুবাদ করেছেন অসিত মুখোপাধ্যয়। নাটকটির রূপান্তর ও নির্দেশনা দিয়েছেন নাট্যজন মোহাম্মদ বারী।

মুনাফাভিত্তিক রাষ্ট্র, সমাজ আর বাজার অর্থনীতির আগ্রাসনে ভেঙ্গে পড়া যৌথ পারিবারিক বোধের চরম মূল্য চুকানোর গল্প ‘মূল্য অমূল্য’। যেখানে বাবার ব্যবহৃত পুরনো আসবাবপত্র নিলামে বিক্রি করছে তার দুই পুত্র রঞ্জু ও মঞ্জু। তাদের মাঝে উপস্থিত চতুর নিলামদার খোদাবক্স। কিন্তু মূল উদ্দেশ্য ছাপিয়ে বিপরীতমুখী চরিত্রের দুই ভাইয়ের মধ্যে শুরু হয় অতীত নিয়ে দ্বিধা, বর্তমান নিয়ে হতাশা আর ভবিষ্যত নিয়ে টানাপোড়েন। দুই ভাইয়ের ব্যক্তিত্বের এই দ্বন্দ্ব আর যুক্তি-তর্কের মাঝে উঠে আসে আদর্শিক পাকচক্র, আসে লোভ, শঠতা, অনিশ্চয়তা, ষড়যন্ত্র আর হতাশাগ্রস্ত সময়ের বয়ান। অপরাধবোধ আমাদের সবাইকে এক সময় দাঁড় করিয়ে দেয় সময়ের আয়নার সামনে। সম্পর্কের মাঝেও কি তাহলে শেষ পর্যন্ত প্রশ্ন আসে হারা-জেতার, নাকি তা টিকিয়ে রাখার চেষ্টায় কাউকে কাউকে চুকাতে হয় জীবনের অমূল্য মূল্য।

‘মূল্য অমূল্য’ সম্পর্কে জানতে ক্লিক করুন

আলোকচিত্রে ‘মূল্য অমূল্য’ দেখতে ক্লিক করুন

অনলাইন ও প্রিন্ট মিডিয়ায় ‘মূল্য অমূল্য’র খবর পড়তে ক্লিক করুন

 

 

Write a Comment

Your email address will not be published. Required fields are marked *