২৫ ডিসেম্বর আনন্দ সম্মিলন এবং স্টুডিও প্রযোজনা ‘জীবন’ ও ‘হুতাশ মৃত্যু’র উদ্বোধনী মঞ্চায়ন

আগামী ২৫ ডিসেম্বর ২০২১, শনিবার সন্ধ্যা সাড়ে ছয়টায় অনুস্বর প্রথমবারের মতো আয়োজন করেতে যাচ্ছে সুহৃদ সদস্যদের নিয়ে ‘আনন্দ সম্মিলন’। অনুস্বর স্টুডিওতে আয়োজিত সান্ধ্যকালীন এই আনন্দ সম্মিলনে থাকছে- আড্ডা, নাটক-প্রদর্শনী ও চা-চক্র। সেদিনের আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নাট্যজন সৈয়দ দুলাল। এই আয়োজনেই অনুস্বর স্টুডিও প্রযোজনা ‘জীবন’ ও ‘হুতাশ মৃত্যু’র উদ্বোধনী মঞ্চায়ন হবে।

 

সূচি

সন্ধ্যা ৬-৩০ : সুহৃদ সদস্য পরিচিতি ও চা-চক্র

সন্ধ্যা ৭-৩০ : নাটক ‘জীবন’ ও ‘হুতাশ মরণ’

সন্ধ্যা ৮-০৫ : প্রধান অতিথির বক্তব্য

 

‘জীবন’
গল্প : মৃগাঙ্ক ভট্টাচার্য
নাটক ও নির্দেশনা : সাইফ সুমন
হুজুগে বাঙালির নানান কর্মকাণ্ড ব্যক্তি থেকে শুরু করে সামাজ বা রাষ্ট্র পর্যন্ত বিস্তৃত। নিয়ন্ত্রণহীন আবেগের হুজুগ তৈরি করে অনাসৃষ্টি। বাস্তবতার নিরিখে আমাদের উপলব্ধি হয় হুজুগে ঘটে যাওয়া ঘটনার পর, তখন হয়তো আর কোনোকিছুই করার থাকে না, আফসোস ছাড়া। বাঙালির চিরায়ত হুজুগে স্বভাব কখনো কখনো মৃত্যুকেও তিরস্কার করে।
 
‘হুতাশ মরণ’
গল্প : সংগৃহীত
নাটক : মোহাম্মদ বারী
নির্দেশনা : সাইফ সুমন
মহাকালের তুলনায় যত ক্ষুদ্রতায় গঠিত হোক না মানুষের জীবন, একক হিসেবে সে জীবন প্রত্যেকের নিকট এক মহাজীবন। মানুষের যাপিত সে মহাজীবনের সবটুকুই কি বেঁচে থাকা!? জীবনের যে অংশ আনন্দে উদাযাপিত হয় না, তা এক অর্থে মৃত্যুর সামিল। তাই জীবনের অন্য নাম বোধহয় আনন্দে বেঁচে থাকা।

 

অনুস্বর সুহৃদ সদস্য সম্পর্কে জানতে ক্লিক করুন