১১ ফেব্রুয়ারি অনুস্বর স্টুডিওতে নতুন নাটক ‘জীবন’ ও ‘হুতাশ মরণ’

আগামী ১১ ফেব্রুয়ারি শুক্রবার ছুটির দিনে অনুস্বর স্টুডিও থিয়েটার এ নাটক দেখার আমন্ত্রণ। নতুন নাটক ‘জীবন’ ও ‘হুতাশ মরণ’।

‘জীবন’
গল্প : মৃগাঙ্ক ভট্টাচার্য
নাটক ও নির্দেশনা : সাইফ সুমন
হুজুগে বাঙালির নানান কর্মকাণ্ড ব্যক্তি থেকে শুরু করে সামাজ বা রাষ্ট্র পর্যন্ত বিস্তৃত। নিয়ন্ত্রণহীন আবেগের হুজুগ তৈরি করে অনাসৃষ্টি। বাস্তবতার নিরিখে আমাদের উপলব্ধি হয় হুজুগে ঘটে যাওয়া ঘটনার পর, তখন হয়তো আর কোনোকিছুই করার থাকে না, আফসোস ছাড়া। বাঙালির চিরায়ত হুজুগে স্বভাব কখনো কখনো মৃত্যুকেও তিরস্কার করে।

‘হুতাশ মরণ’
গল্প : সংগৃহীত
নাটক : মোহাম্মদ বারী
নির্দেশনা : সাইফ সুমন
মহাকালের তুলনায় যত ক্ষুদ্রতায় গঠিত হোক না মানুষের জীবন, একক হিসেবে সে জীবন প্রত্যেকের নিকট এক মহাজীবন। মানুষের যাপিত সে মহাজীবনের সবটুকুই কি বেঁচে থাকা!? জীবনের যে অংশ আনন্দে উদাযাপিত হয় না, তা এক অর্থে মৃত্যুর সামিল। তাই জীবনের অন্য নাম বোধহয় আনন্দে বেঁচে থাকা।

দ্বিতীয় প্রদর্শনী
১১ ফেব্রুয়ারি ২০২২, শুক্রবার
সন্ধ্যা ৭টায়
অনুস্বর স্টুডিও- ৬৭/৪, পাইওনিয়র রোড, সেগুন বাগিচা, কাকরাইল, ঢাকা।

Write a Comment

Your email address will not be published. Required fields are marked *