যাত্রা শুরু অনুস্বরের….

ঢাকা মঞ্চ নাট্যাঙ্গনে যুক্ত হলো নতুন নাট্যদল ‘অনুস্বর’। আজ ২৫ জুলাই ২০১৯, বৃহস্পতিবার রাত আটটায় রাজধানীর সেগুনবাগিচার জাতীয় নাট্যশালার প্রশিক্ষণ কক্ষে লোগো উন্মোচনের মাধ্যমে অনুস্বরের যাত্রা শুরু হয়। গ্রুপ থিয়েটার ভিত্তিক এই নাট্যদলের লোগো উন্মোচন করেন দল প্রধান ড. মোহাম্মদ বারী। লোগো ডিজাইন করেছেন শিল্পী শাহীনুর রহমান।

লোগো উন্মোচনের এই ঘরোয়া আয়োজনে উপস্থিত ছিলেন নাট্যজন প্রশান্ত হালদার, শিল্পী শাহীনুর রহমান, নাট্যনির্দেশক ও অভিনেতা সাইফ সুমন, রঞ্জন দে সাথী-সহ দলটির সদস্যরা। এসময় নতুন নাট্যদলের ঘোষণা পাঠ করেন নির্বাহী সম্পাদক প্রশান্ত হালদার। ঘোষণায় বলা হয়-

“মানুষের মুক্তি, অসাম্প্রদায়িক মানবিক সমাজ আর সুন্দরের আরাধনা অনুস্বর-এর স্বপ্ন। এ স্বপ্ন প্রকৃত অর্থে মানুষেরই। অনুস্বর-এর নাট্য অভিযাত্রায় মানুষই মুখ্য।”

দলটির মূল বৈশিষ্ট্য হচ্ছে এর সব সদস্য পুরোনো নাট্যকর্মী। থিয়েটার আর্ট ইউনিট থেকে ২৪ সদস্য বেরিয়ে মোট ২৫ জন নিয়ে নতুন এই দল গঠন করা হয়েছে। নতুন দল অনুস্বরের সদসর‌্যা হলেন মোহাম্মদ বারী, প্রশান্ত হালদার, শাহীনুর রহমান, সাইফ সুমন, রঞ্জন দে সাথী, পিয়ার মোহাম্মদ, ফরিদা লিমা, সুমন মজুমদার, সাকিল সিদ্ধার্থ, সাইদ সোহেল, পাভেল রহমান, আকিব বাবু, রুবেল অরভিল, মাহফুজ সুমন, হুজাইফা সুহেল, এস আর সম্পদ, আসিফ মামুর পাইলট, মাজেদুল মিঠু, সরকার জামান, সূচি, রাকিবুল ইসলাম, আবীর সায়েম, শাকিল মাহমুদ, শাহনাজ জাহান। ‘অনুস্বর’ এর সাংগঠনিক কাঠামোতে রয়েছেন দলপ্রধান- মোহাম্মদ বারী, নির্বাহী সম্পাদক- প্রশান্ত হালদার, সম্পাদক (দৃশ্য শিল্প)- শাহীনুর রহমান, সম্পাদক (প্রশিক্ষণ)- সাইফ সুমন, সম্পাদক (অর্থ)- রঞ্জন দে সাথী।

Write a Comment

Your email address will not be published. Required fields are marked *