নতুন নাটক ‘অনুদ্ধারনীয়’র মহড়া শুরু

মহড়া শুরু হলো বুদ্ধদেব বসুর ছোটগল্প অবলম্বনে অনুস্বরের নতুন নাটক ‘অনুদ্ধারণীয়’। মোহাম্মদ বারীর নির্দেশনায় ২১ সেপ্টেম্বর শনিবার সন্ধ্যা ৭টায় মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে নাটকটির উদ্বোধনী প্রদর্শনী হবে।

'অনুদ্ধারণীয়' প্রতিষ্ঠানবিরোধী তারুণ্যের রোমান্টিসিজমের গল্প; দুটি চরিত্র- কবি ও কবিভক্ত অমিতের চূড়ান্ত আদর্শিক দ্বন্দ্বের মধ্য দিয়ে প্রবাহিত। বাস্তবতার দৃষ্টিকোণ থেকে অন্তঃসারহীন ভাবালুতা ও আপোসকামিতার অভিযোগে কবি অভিযুক্ত হন; এমনকি খ্যাতির চূড়ায় প্রতিষ্ঠিত কবির বন্ধ্যা সৃজনশীলতার অভিযোগও কবিভক্ত অমিতের। স্খলিত কবির প্রকৃত সৃজনকে ভাবীকালে উত্তীর্ণ করার দায় নিয়ে অমিত একদিন কবিকে ধরে নিয়ে যায় তার গোপন আস্তানায়। সেখানে মুখোমুখি হয় দুজন।

‘অনুদ্ধারনীয়’ সম্পর্কে জানতে ক্লিক করুন

আলোকচিত্রে ‘অনুদ্ধারনীয় দেখতে ক্লিক করুন

অনলাইন ও প্রিন্ড মিডিয়ায় ‘অনুদ্ধারনীয়’র খবর পড়তে ক্লিক করুন