গঙ্গা যমুনা সাংস্কৃতিক উৎসবে অনুস্বরের নাটক ‘তিনকড়ি’

গঙ্গা যমুনা সাংস্কৃতিক উৎসবে আগামী ৩০ অক্টোবর রবিবার সন্ধ্যা ৭টায় মহিলা সমিতিতে অনুস্বর-এর নাটক 'তিনকড়ি'।
সাম্প্রদায়িকতার দহন আর দাহতে বিপর্যস্ত মানবিক চেতনার গল্পের নাটক...
‘তিনকড়ি’
নাটক- মাহবুব আলম
নির্দেশনা- সাইফ সুমন
১১ম প্রদর্শনী
৩০ অক্টোবর ২০২২, রবিবার
সন্ধ্যা ৭:০০ মি.
নীলিমা ইব্রাহিম মিলনায়তন, বাংলাদেশ মহিলা সমিতি, বেইলী রোড, রমনা, ঢাকা।
অগ্রিম বুকিং- 01782 847 644
গল্প ইংগিত
অখণ্ড 'ব্রিটিশ-ভারত' এর পূর্ববঙ্গের বগুড়ার একটি গ্রাম দীঘলকান্দি। গ্রামের উত্তরপাড়া ও দক্ষিণপাড়া মিলিয়ে বসবাস করে অনেক ঘর মানুষ ভিন্ন ভিন্ন ধর্ম যাপনকারী মানুষ।দীঘলকান্দির চারপাশ ঘিরে আরও আছে সুখোনপুকুর, লোহাগাড়া, কাতলাহার, সোনাতলা, আর আছে এক বগারবিল এইসব নিয়ে এক গ্রামীণ জনপদ। কৃষক জীবনের নিত্যনৈমিত্তিকতা ছাড়াও বৈশাখী মেলা, মাছধরা, গান-কীর্তনের আসর, কুস্তিলড়াই এসব নিয়ে হাসি-আনন্দে-উদযাপনে কেটে যাচ্ছিল তাদের যাপিত জীবন।
একদা খুব নিকটবর্তী হয় ১৯৪৭। বাড়ে ধর্মীয় উন্মাদনা ও উগ্রতা। সেই উগ্রবাদের তীব্র আঁচে জন্ম-জন্মান্তরের সহাবস্থান সজোরে হোঁচট খায়! যেন অনেকটাই অচেনা হয়ে ওঠে পরস্পর, পাশের বাড়ি, এমনকি প্রিয় বান্ধবও। যেন দহন আর দাহতে বিপর্যয় ঘটে মানবিক চেতনার।
তিনকড়ি সেই দুঃসময়ের ঐতিহাসিক বাস্তবতায় পূর্ববঙ্গের একটি জনপদের ভারসাম্যহীন হয়ে পড়ার গল্প।

নাটকটি সম্পর্কে জানতে ক্লিক করুন

আলোকচিত্রে ‘তিনকড়ি’ দেখতে ক্লিক করুন

অনলাইন ও প্রিন্ড মিডিয়ায় ‘তিনকড়ির খবর পড়তে ক্লিক করুন

Write a Comment

Your email address will not be published. Required fields are marked *