অনুস্বরের প্রথম বর্ষপূর্তি

২৫ জুলাই ২০১৯। কালের অভিযাত্রায় সময়ের প্রয়োজনে জন্ম নেয় নাট্যদল ‘অনুস্বর’। আজ থেকে ঠিক একবছর আগে ২৫ জন অভিযাত্রীক সম্মিলিক কণ্ঠে ঘোষণা করে- ‘মানুষের মুক্তি, অসাম্প্রদায়িক মানবিক সমাজ আর সুন্দরের আরাধনা আমাদের স্বপ্ন। এ স্বপ্ন প্রকৃত অর্থে মানুষেরই। আমাদের নাট্য অভিযাত্রায় মানুষই মুখ্য।’ আজ ২৫ জুলাই ২০২০ ‘অনুস্বর’র প্রথম বর্ষপূর্তি। নানা আয়োজনে পৃথিবীর পথে একটি কর্মচঞ্চল পদচিহ্ন হয়ে রইল অনুস্বরের প্রথম বছর। সকলের প্রতি রইল অনুস্বর-এর প্রণতি ও শুভেচ্ছা।

প্রতিষ্ঠার এক বছর পূর্তিতে অনলাইনভিত্তিক আয়োজন করেছে অনুস্বর নাট্যদল। আজ রাত ১০টায় অনুষ্ঠিত হবে “আমাদের ‘লাভজনক’ থিয়েটার: চ্যালেঞ্জ ও সম্ভাবনা” শীর্ষক সংলাপ। এই আয়োজন দেখা যাবে আমাদের ফেইসবুক পেজে। আলোচক হিসেবে থাকবেন শিক্ষক-নির্দেশক ইউসুফ হাসান অর্ক এবং নাট্যকার মাসুম রেজা। সঞ্চালনা করবেন অনুস্বরের দলপ্রধান মোহাম্মদ বারী।

বিস্তারিত জানতে ক্লিক করুন